Wellcome to National Portal
ইস্টার্ন টিউবস লিঃ বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি), শিল্প মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ মার্চ ২০২৪

অফিস সম্পর্কিত

 

ইস্টার্ন টিউবস লিঃ
৩৭৪, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮

 

এক নজরে ইষ্টার্ণ টিউবস লিমিটেড

 

  •   ১৯৬৪ সালে জাপানের বিখ্যাত তোশিবা  করপোরেশনের কারিগরী সহায়তায় প্রতিষ্ঠিত হয় ;
  •  ১৯৭০ সালের শেষের দিকে পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু হয় ;
  • ১৯৭২ সালে রাষ্ট্রায়ত্তকরণ করা হয় এবং BSEC এর একটি এন্টারপ্রাইজ হিসেবে শিল্প মন্ত্রণালয়ের অধীনে ন্যাস্ত করেন;
  •  ১৯৭২ সালে বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন শুরু হয় ;
  • জমির পরিমান: ০১ একর;
  • অনুমোদিত জনবল: ১৫৩ এবং কর্মরত জনবল: ১৩৩;
  • মাসিক বেতন ভাতাদিঃ ৪৬.১৯ লক্ষ টাকা
  • প্রতিষ্ঠানটি আর্ন্তজাতিক মান ৯০০১:২০১৫ ও বিএসটিআই সনদপ্রাপ্ত;  সরকারী খাতে দেশের একমাত্র লাইটিং সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান।

রূপকল্প (Vision)

 

ইস্টার্ন টিউবস লিমিটেডকে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বিদ্যুৎ সাশ্রয়ী ফ্লোরেসেন্ট টিউব লাইট, সিএফএল বাল্ব এবং এলইডি বাল্ব ও টিউব লাইট উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানে উন্নীতকরণ।

 

অভিলক্ষ্য (Mission)

 

উৎপাদন ও বিপণনে উৎকর্ষতা বৃদ্ধি, টেকসই উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহার, নিরবিচ্ছিন্ন উন্নয়ন ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে ইস্টার্ন টিউবস লিমিটেডকে প্রতিযোগিতা সক্ষম ও লাভজনক প্রতিষ্ঠানে পরিনতকরণের মাধ্যমে দেশের বিদ্যুৎ সাশ্রয়, আমদানি নির্ভরতা কমানো এবং অর্থনৈতিক উন্নয়নে ভুমিকা পালন করা।

 

উৎপাদিত পণ্য ও বাৎসরিক উৎপাদন ক্ষমতাঃ

 

ক্রঃ নং

পণ্যের নাম

পরিমাণ  (লক্ষ পিস)

০১।

ফ্লোরেসেন্ট টিউবলাইট

 ৪.০০

০২।

কমপ্যাক্ট ফ্লোরেসেন্ট ল্যাম্প (সিএফএল)

২.০০

০৩।

এলইডি বাল্ব

৪.০০

০৪।

এলইডি টিউব লাইট

৪.০০

মোট=   

১৪.০০