ইস্টার্ন টিউবস লিঃ ৩৭৪, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
এক নজরে ইষ্টার্ণ টিউবস লিমিটেড
১৯৬৪ সালে জাপানের বিখ্যাত তোশিবা করপোরেশনের কারিগরী সহায়তায় প্রতিষ্ঠিত হয় ;
১৯৭০ সালের শেষের দিকে পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু হয় ;
১৯৭২ সালে রাষ্ট্রায়ত্তকরণ করা হয় এবং BSEC এর একটি এন্টারপ্রাইজ হিসেবে শিল্প মন্ত্রণালয়ের অধীনে ন্যাস্ত করেন;
১৯৭২ সালে বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন শুরু হয় ;
জমির পরিমান: ০১ একর;
অনুমোদিত জনবল: ১৫৩ এবং কর্মরত জনবল: ১৩৩;
মাসিক বেতন ভাতাদিঃ ৪৬.১৯ লক্ষ টাকা
প্রতিষ্ঠানটি আর্ন্তজাতিক মান ৯০০১:২০১৫ ও বিএসটিআই সনদপ্রাপ্ত; সরকারী খাতে দেশের একমাত্র লাইটিং সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান।
রূপকল্প (Vision)
ইস্টার্ন টিউবস লিমিটেডকে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বিদ্যুৎ সাশ্রয়ী ফ্লোরেসেন্ট টিউব লাইট, সিএফএল বাল্ব এবং এলইডি বাল্ব ও টিউব লাইট উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানে উন্নীতকরণ।
অভিলক্ষ্য (Mission)
উৎপাদন ও বিপণনে উৎকর্ষতা বৃদ্ধি, টেকসই উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহার, নিরবিচ্ছিন্ন উন্নয়ন ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে ইস্টার্ন টিউবস লিমিটেডকে প্রতিযোগিতা সক্ষম ও লাভজনক প্রতিষ্ঠানে পরিনতকরণের মাধ্যমে দেশের বিদ্যুৎ সাশ্রয়, আমদানি নির্ভরতা কমানো এবং অর্থনৈতিক উন্নয়নে ভুমিকা পালন করা।
জাকিয়া সুলতানাগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হয়ে ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে শিল্প মন্ত্রণালয়ে যোগদান করেন।
চেয়ারম্যান
জনাব মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত সচিব ও চেয়ারম্যান, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন। বিস্তারিত...
ব্যবস্থাপনা পরিচালক
(সৈয়দ মোহাম্মদ সাহেরুল আজম)
ব্যবস্থাপনা পরিচালক
সৈয়দ মোহাম্মদ সাহেরুল আজম ০৯/১১/২০২৩ ইং তারিখে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)এর নিয়ন্ত্রনাধীন ইষ্টার্ন টিউবস লিমিটেড (ইটিএল) এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন।
ন্যাশনাল প্রোডাকটিভিটি এন্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২০