Wellcome to National Portal
ইস্টার্ন টিউবস লিঃ বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি), শিল্প মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

খবর

ক্রমিক শিরোনাম প্রকাশের তারিখ
ইটিএল এর নতুন পণ্য হিসেবে LED 20W,10W Tube light ( Glass body 25mm) পাওয়া যাচ্ছে | এছাড়া এলইডি Batten Light আগামী মার্চ ২০২৫ থেকে পাওয়া যাবে | ইতিমধ্যে LED 20w DOB Technology পরীক্ষামূলক উৎপাদন সফলভাবে চালু হয়েছে, যা অতি শীঘ্রই বাজারে পাওয়া যাবে | ২০২৪-১২-৩১
শিল্প মন্ত্রনালয়ের আওতাধীন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন(BSEC) এর প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাষ্ট্রিজ লি.(PIL) ২৯-১১-২০২৪ হতে দেশের বাজারে নিয়ে এল দক্ষিণ কোরিয়ার কিয়া ব্রান্ডের সুলভ মূল্যের জ্বালানী সাশ্রয়ী গাড়ী। ২০২৪-১২-০১
ইস্টার্ন টিউবস লি.(ETL) এ আজ Smart Accounting System of BSEC এর বাস্তবায়ন বিষয়ে অনুষ্ঠিত এক প্রশিক্ষণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ মনিরুজ্জামান। এই কর্মসূচীতে রিসোর্স পার্সন হিসেবে ভূমি আপীল বোর্ডের সদস্য জনাব মোঃ সাইফুল্লাহ পান্না, পরিচালক(বাণিজ্যিক), পরিচালক(অর্থ), পরিচালক(পরি: ও উন্ন:) এবং ETL এর ব্যবস্থাপনা পরিচালক বক্তব্য রাখেন। কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন পরিচালক(পরি: ও উন্ন:) জনাব নাসির-উদ-দৌলা। প্রশিক্ষণ কর্মসূচীতে বিএসইসি প্রধান কার্যালয় এবং ঢাকা বিভাগের প্রতিষ্ঠানসমূহের হিসাব, আইটি বিভাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীবৃন্দ এবং পরামর্শকগণ অংশগ্রহণ করেন। ২০২৪-০৪-২২
ইস্টার্ন টিউবস লি.(ETL) এর বিপণন ও দাপ্তরিক প্রয়োজনে স্যুভেনির হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুতকৃত এক সুদৃশ্য মগের মোড়ক উন্মোচন করেন সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ মনিরুজ্জামান। এসময় ভূমি আপীল বোর্ডের সদস্য অতি. সচিব জনাব মোঃ সাইফুল্লাহ পান্না এবং ইটিএল'র ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ সাহেরুল আজম উপস্থিত ছিলেন। ২০২৪-০৪-২২
শুভ নববর্ষ ১৪৩১ ২০২৪-০৪-১৪
অদ্য ১৩/০২/২৪ ইং তারিখে ড. মো: বেলাল হোসেন, উপসচিব ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) বিএসইসি, ইটিএল এর কারখানা পরিদর্শন এবং সার্বিক কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা করেন। ২০২৪-০২-১৩
অদ্য ৩১/০১/২৪ ইং তারিখে ইস্টার্ন টিউবস লিমিটেডের অবসরপ্রাপ্ত শ্রমিক,কর্মচারী ও কর্মকর্তাদের চূড়ান্ত পাওনা পরিশোধ উপলক্ষ্যে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসি'র সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ মনিরুজ্জামান এবং সভাপতিত্ব করেন ইস্টার্ন টিউবস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ সাহেরুল আজম। এছাড়া প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা,কর্মচারী ও শ্রমিকগণ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে চেক পেয়ে উপস্থিত অবসরপ্রাপ্ত কর্মকর্তা,কর্মচারী ও শ্রমিকগণ চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করে তাঁর দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করেন। ২০২৪-০১-৩১