Wellcome to National Portal
ইস্টার্ন টিউবস লিঃ বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি), শিল্প মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ এপ্রিল ২০২২

এলইডি লাইট (সিকেডি) এ্যাসেমব্লিং প্ল্যান্ট ইন ইটিএল ।

১।

প্রকল্পের নাম

:

এলইডি লাইট (সিকেডি) এ্যাসেমব্লিং প্ল্যান্ট ইন ইটিএল।

২।

মন্ত্রণালয়/বিভাগ/সংস্থা

 

 

ক) প্রশাসনিক মন্ত্রণালয়

:

শিল্প মন্ত্রণালয়।

খ) বাস্তবায়নকারী সংস্থা

:

বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) এর নিয়ন্ত্রণাধীন ইষ্টার্ণ টিউবস লিঃ

৩।

প্রকল্পের উদ্দেশ্য

:

  • কারখানা পর্যায়ে উৎপাদনশীলতা, কার্যকারীতা ও দক্ষতা বৃদ্ধি এবং দেশের চাহিদা মোতাবেক আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা;
  • সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সর্ব্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী লাইটিং সামগ্রী তৈরী করা;
  • বিদ্যুৎ সাশ্রয়ী লাইটিং সামগ্রী ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার সাশ্রয় করা;
  • পরিবেশ বান্ধব লাইটিং সামগ্রী তৈরী এবং উৎপাদন ব্যয় হ্রাসপূবক মুক্তবাজার প্রতিযোগীতায় টিকে থাকা এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা।

৪।

প্রকল্প এলাকা

:

ইষ্টার্ণ টিউবস লিমিটেড, ৩৭৪, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮

৫।

প্রাক্কলিত ব্যয় (লক্ষ টাকা)

:

৪৮২৮.১১ (সম্পূর্ণ জিওবি)

প্রকৃত ব্যয় (লক্ষ টাকা)

:

৪৩২৪.১৬৬

বাস্তবায়নকাল

:

জানুয়ারি ২০১৬ হতে জুন ২০২১ (সমাপ্ত)।

৮।

প্রকল্পের উল্লেখযোগ্য দিক

 
  • ০৬ তলা ফ্যাক্টরি কাম অফিস ভবন নির্মান।
  • মেশিনারী ও যন্ত্রপাতি সংগ্রহ ও স্থাপন।
  • ০২ টি প্যাসেন্জার লিফট ও ০১ টি কার্গো লিফট সংগ্রহ ও স্থাপন।
  • অগ্নি নির্বাপন ব্যবস্থা ও সিসিটিভি সার্ভিলেন্স সিস্টেম সংগ্রহ ও স্থাপন।
  • বৈদ্যুতিক সাব-স্টেশন ও জেনারেটর সংগ্রহ ও স্থাপন।
  • এসি, কম্প্রেসর, কম্পিউটার ও হ্যান্ড টুলস সংগ্রহ ও স্থাপন।
  • এলইডি টিউব ও বাল্বের কাঁচামাল (বৈদেশিক) আমদানি ও সংগ্রহ।
  • এলইডি টিউব ও বাল্বের কাঁচামাল (স্থানীয়) সংগ্রহ।