আজ ০৪-১২-২০২৪ বুধবার সকাল ১০-৩০ ঘটিকায় বিএসইসি সভাকক্ষে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন(বিএসইসি) এবং সোনালী ব্যাংক পিএলসি'র এর মধ্যে Sonali Payment Geteway(SPG) ব্যবহার সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে সম্মানিত ক্রেতাবৃন্দের জন্য আগামী ১২-১২-২০২৪ তারিখ হতে বিএসইসি'র প্রতিষ্ঠানসমূহের উৎপাদিত পণ্য ই-কমার্স সাইট (bseceshop.gov.bd) হতে অনলাইনে ক্রয়ের সুবিধা যুক্ত হ'ল। তবে প্রাথমিকভাবে Eastern Tubes Ltd.(ETL) এর পণ্য অনলাইনে ক্রয় করা যাবে এবং পর্যায়ক্রমে অন্যান্য প্রতিষ্ঠানের পণ্য এই কার্যক্রমের আওতায় আনা হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিএসইসি'র সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ মনিরুজ্জামান, সকল পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা পরিচালক ও উর্ধ্বতন কর্মকতাবৃন্দ এবং সোনালী ব্যাংকের পক্ষে Depety Managing Director জনাব সুভাষ চন্দ্র দাস FCMA FCA এর নেতৃত্বে SPG টিম ও উর্ধ্বতন কর্মকতাবৃন্দ অংশগ্রহণ করেন। বিএসইসি'র পক্ষে সচিব, বিএসইসি জনাব এ কে এম আনোয়ার মোর্শেদ এবং সোনালী ব্যাংক এর পক্ষে মহাব্যবস্থাপক জনাব মোঃ মনিরুজ্জামান চুক্তিতে স্বাক্ষর করেন।
জাকিয়া সুলতানাগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হয়ে ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে শিল্প মন্ত্রণালয়ে যোগদান করেন।
চেয়ারম্যান
জনাব মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত সচিব ও চেয়ারম্যান, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন। বিস্তারিত...
ব্যবস্থাপনা পরিচালক
(সৈয়দ মোহাম্মদ সাহেরুল আজম)
ব্যবস্থাপনা পরিচালক
সৈয়দ মোহাম্মদ সাহেরুল আজম ০৯/১১/২০২৩ ইং তারিখে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)এর নিয়ন্ত্রনাধীন ইষ্টার্ন টিউবস লিমিটেড (ইটিএল) এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন।
ন্যাশনাল প্রোডাকটিভিটি এন্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২০