Wellcome to National Portal
ইস্টার্ন টিউবস লিঃ বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি), শিল্প মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ ডিসেম্বর ২০২১

উদ্দেশ্য ও লক্ষ্য

কৌশলগত উদ্দেশ্যসমূহ (Strategic Objectives):

 

  • আন্তর্জাতিক মান সম্পন্ন ও বিদ্যুৎ সাশ্রয়ী বিভিন্ন ধরণের টিউবলাইট, সিএফএল বাল্ব, এলইডি টিউব ও বাল্ব এবং অন্যান্য লাইটিং সামগ্রী উৎপাদন ও বিপণন;
  • লক্ষ্যমাত্রা অনুযায়ী মুনাফা অর্জন;
  • জাতীয় রাজস্ব তহবিলে অর্থের যোগান;
  • দক্ষতার সঙ্গে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি বাস্তবায়ন;
  • দক্ষতা ও নৈতিকতার উন্নয়ন;
  • তথ্য অধিকার ও স্বপ্রণোদিত তথ্য প্রকাশ বাস্তবায়ন;
  • উদ্ভাবন ও অভিযোগ প্রতিকার মাধ্যমে সেবার মানোন্নয়ন;
  • আর্থিক ব্যবস্থাপনা উন্নয়ন;

রূপকল্প (Vision)

 

ইস্টার্ন টিউবস লিমিটেডকে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বিদ্যুৎ সাশ্রয়ী ফ্লোরেসেন্ট টিউব লাইট, সিএফএল বাল্ব এবং এলইডি বাল্ব ও টিউব লাইট উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানে উন্নীতকরণ।

 

অভিলক্ষ্য (Mission)

 

উৎপাদন ও বিপণনে উৎকর্ষতা বৃদ্ধি, টেকসই উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহার, নিরবিচ্ছিন্ন উন্নয়ন ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে ইস্টার্ন টিউবস লিমিটেডকে প্রতিযোগিতা সক্ষম ও লাভজনক প্রতিষ্ঠানে পরিনতকরণের মাধ্যমে দেশের বিদ্যুৎ সাশ্রয়, আমদানি নির্ভরতা কমানো এবং অর্থনৈতিক উন্নয়নে ভুমিকা পালন করা।